Posts

Showing posts from December, 2019

WhatsApp brings great features, the message itself will be deleted

Image
  W hatsApp added the feature to delete messages manually in the beta version. This feature was initially added to the Android phone. This is the new feature of iOS customers phone. WhatsApp wants to use the new features as a 'cleaning tool' in the group. This allows WhatsApp group administrators to easily delete messages from the group. T here have also been reports of Dark Mode coming to WhatsApp for a long time. Although this feature has already appeared in the beta version, it is not known when the feature will be added to the Stable version. However, in the new message delete feature, the group admin can decide how long after the message is deleted.                                                     ...

ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রতি ঘন্টায় লোকসান ২.৫ কোটি টাকা, কেন্দ্র কে চিঠি পাঠালো COAI

Image
#technoamit CAA-NRC নিয়ে প্রতিবাদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সাথে সাথে টেলিকম কম্পানীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট বন্ধ রাখার কারণে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে তাদের। COAI রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট বন্ধ রাখার কারণে টেলিকম কোম্পানির লোকসানের পরিমাণ প্রতি ঘণ্টায় আড়াই কোটি টাকা।                               গত 15 ডিসেম্বর এর পশ্চিমবঙ্গের চারটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। এছাড়া আসাম, মেঘালয় এ ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেট ব্যবহার করে বহু খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।                                             COAI কেন্দ্রীয় সরকার কে পাঠানো  চিঠিতে লিখেছে টেলিকম কোম্পানী গুলির ক্ষতির পরিমাণ দিনে দিনে...

নিমেষে কিভাবে spam ইমেইল ব্লক করবেন

Image
#technoamit বর্তমানে ইমেজ শুধুমাত্র প্রফেশনাল কাজকর্ম ছাড়াও অন্যান্য অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন - অ্যাপ এর নোটিফিকেশন, ব্যাংকের ট্রানজাকশন এর নোটিফিকেশন ইত্যাদি। বর্তমানে ইমেইলের মাধ্যমে আমাদের জালিয়াতির ঘটনা সামনে এসেছে।তাই আপনি যদি এই রকমের গুলি কেউ ব্লক করতে চান জিমেইল অ্যাপ থেকে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন- প্রথমে জিমেইলে লগইন করে নির্দিষ্ট প্রেরক কে চিহ্নিত করুন। তারপরই মেলবক্স খুলে উপরের যে তিনটি ডট আছে তাতে ক্লিক করুন এবং তারপর ব্লক অপশন এ ক্লিক করুন। pop-up এলে আবার ব্লক বটন চেপে ব্লক করুন। ব্লক ফিল্টার করবেন কিভাবে :- এর জন্য প্রথমে জিমেইলে লগইন করে সার্চ বারে ড্রপডাউন বাটন এ ক্লিক করুন। এবার 'To' ইমেইল প্রেরকের নাম অথবা ইমেইল আইডি সার্চ করে ক্রিয়েট ফিল্টার অপশন এ ক্লিক করুন।  তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওই প্রেরকের থেকে আধা সমষ্টি ইমেইল সবগুলি একসাথে ডিলিট করে দেয়া যাবে।

নতুন রঙে এলো রিয়েলমি x50 5G

Image
 :-7 জানুয়ারি লঞ্চ হবেই রিয়েল মি x50 5G :- Qualcomm Snapdragon 765G chipset :- ফাইভ-জি দুনিয়ায় প্রবেশ করছে রিয়েল মি সম্প্রতি প্রকাশিত একটি ট্রিজার এ নতুন রঙে সামনে এসেছে এই ফোন। টিজার এ সাদা রংয়ের দেখা গিয়েছে রিয়েল মি x50 5G। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।  7 জানুয়ারি চীনের স্থানীয় সময় দুপুর দুটোর সময় রিয়েল মি এক্স 50 5G লঞ্চের সময়সূচি শুরু হবে। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্ট এ 5 জি  ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করা হয়েছে Qualcomm  দ্বারা। থাকবে ডুয়াল চ্যানেল ওয়াইফাই সাপোর্ট 64 মেগাপিক্সেল ক্যামেরা। রিয়েল মি এক্স 50 5জি  ফোনে থাকছে vooc 4.0 চার্জ সাপোর্ট।        রিয়েল মি এক্স 50 ফাইভ-জি ফোনে থাকবে ডুয়েল ব্যান্ড 5g কানেক্টিভিটি। থাকছে 6.6 ইঞ্চির 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের মধ্যে থাকবে স্নাপড্রাগণ 765 জি চিপসেট, 8GB RAM. এই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। YouTube   Facebook   Instagram   Twitter         ...

হোয়াটসঅ্যাপে এল ডার্ক মোড ফিচার

Image
নতুন বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড ফিচার নিয়ে এলো। ব্যবহারকারী ইতিমধ্যেই ফিচার ব্যবহার করতে শুরু করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে হোয়াটস অ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার দেখা গিয়েছিল।                          কোম্পানি আপাতত এই ডার্ক মোড ফিচার টেস্ট করছে। তবে বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীরাই টি ফিচার ব্যবহার করতে পারবে। এই পরীক্ষা শেষ হলে কম্পানি সবার জন্য এটি লঞ্চ করবে। তবে স্টেবল ভার্শন কবে আসবে কোম্পানি তা এখনো নির্দিষ্ট করে বলেনি।

এবার ভারতে ফিটনেস ব্যান্ড আনতে চলেছে Realme

Image
এবার ভারতে ফিটনেস ব্যান্ড রিয়েলমি । সম্প্রতি ভারতের  সিইও মাধব শেট এ কথা জানিয়েছেন। অক্টোবর মাসে প্রথম ফিটনেস প্রডাক্ট লঞ্চের কথা জানান তিনি।                      ফিটনেস মিনিটের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রিয়েলমি। ২০২০ সালের প্রথম তিন মাসের মধ্যেই ভারতে রিয়েলমি ফিটনেস ব্যান্ড লঞ্চ করা হবে।সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের সমস্ত সিও জানান শুধুমাত্র ফিটনেস ব্যান্ড নয় শীঘ্রই ভারতের বৃহত্তম টেক লাইফ স্টাইল ব্যান্ড হিসেবে জায়গা নেবে রিয়েলমি ।

ভারত নেটের মাধ্যমে গ্রামে বিনামূল্যে পৌঁছাবে ওয়াইফাই পরিষেবা

Image
ভারত জুড়ে সমস্ত গ্রামে 'ভারত নেটে'র মাধ্যমে যে ওয়াইফাই পরিষেবা দেয়া হচ্ছে ২০২০ সালের মার্চ অব্দি বিনামূল্যে থাকবে। বর্তমানে ভারতের প্রকল্পের আওতায় যুক্ত ৪৮০০০ গ্রামে ওয়াইফাই সুবিধা রয়েছে। দেশের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল ভিলেজে পরিণত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রায় 1 লক্ষ গ্রাম ডিজিটাল গ্রামে পরিণত হতে চলেছে।             এরইমধ্যে হরিয়ানা রেওয়ারি জেলার গুড় আওয়ারা গ্রামকে সিএসসি একটি ডিজিটাল গ্রাম হিসেবে গড়ে তুলেছে। সেখানকার সিএসসি ইউনিট ডিজিটাল সেবা পোর্টাল এর মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে।          এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষ ডিজিটাল মাধ্যমে আর্থিক পরিষেবার কাজকর্ম, স্বাস্থ্য , শিক্ষা সহজে ফেলতে পারবেন। গ্রামের লোকেদের ডিজিটাল করতে চায় বর্তমান কেন্দ্র সরকার। YouTube    Facebook   Instagram   Twitter Fashion hub

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে হ্যাকার

Image
হোয়াটসঅ্যাপ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিপদ ডেকে আনবে তা হয়তো তিনি কল্পনা করতে পারেনি। এই ঘটনা মহারাষ্ট্রের থানে শহরের। সেখানকার 53 বয়সী সেনা অফিসার কে হোয়াটসঅ্যাপ জালিয়াতির শিকার হয়ে 40 হাজার টাকা খোয়াতে হয়েছে। হইছে নাদিকাই পুলিশকে জানিয়েছে তিনি 6 ডিসেম্বর হোয়াটসঅ্যাপ একটি মিস কল মিসকল পান। এরপর তিনি ঘুরিয়ে কল করার চেষ্টা করলে তিনি আর ফোনে কল পাননি অর্থাৎ কল যাচ্ছিল না। এরপর তিনি মেসেজ পাঠান। ওই নম্বর থেকে মেসেজের উত্তর এ অপরিচিত একটি ব্যক্তি তার বন্ধু কর্ণেল হরপাল সিং বলে পরিচয় দেয়।                 সেনা অফিসার মেসেজটি কে বিশ্বাস করে ওই অ্যাকাউন্ট নম্বরে প্রথমে 40 হাজার টাকা পাঠান এরপর আবার তার কাছে কুড়ি হাজার  টাকা চাওয়া হয়। দ্বিতীয়বার টাকা পাঠানোর সময় কিছুটা সন্দেহ বসে পুরনো বন্ধুকে ফোন করেন। তিনি জানতে পারেন তার বন্ধু আমেরিকাতে না পাঞ্জাবের ফরিদাবাদে আছেন এবং সেটিং তিনি কোন টাকা চান নি। এরপর তিনি থানায় অভিযোগ করেন। #technoamit YouTube    Facebook   Instagram   Twitter Fas...

আগামী মাসে আবার বাড়ছে রিচার্জ এর দাম

Image
আসন্ন মাসে ফের বাড়তে পারে দাম :- সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI)  থেকে বলা হয়েছে লোকসান থেকে উদ্ধার করতে টেলিকম অপারেটরদের দাম বাড়াতে হবে। প্রতি গ্রাহক 200 টাকা আয় করা উচিত অপারেটরদের। জানা গেছে  CAAI এর অনুরোধের পর ট্রাই ফ্লোর প্রসেসিং নির্ধারণের জন্য কনসালটেশন পেপার তৈরি করা হয়েছে। যার ফলে আসন্ন কয়েক মাসের মধ্যে প্লেনের দাম বাড়তে পারে। বর্তমানে ট্রাই এই বিষয়ে স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তারপরে সিদ্ধান্ত নেয়া হয় এই বিষয়ের উপর।           এর ফলে এয়ারটেল সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। কারণ এয়ারটেল সারা ভারতে জিও ভোডাফোন আইডিয়া থেকে ভালো ফোরজি পরিষেবা দেয়। #technoamit YouTube . Facebook   Instagram   Twitter Fashion hub https://myshopprime.com/amit.ghosh32/shop https://www.myownshop.in/fashionhubamit Social links:- Facebook link :    https://m.facebook.com/profile.php Instagram link : https://www.instagram.com/amitghoshvirus / Twitter ...

এই জনপ্রিয় অ্যাপের মাধ্যমে আপনার তথ্য হাতাচ্ছে আরব সরকার

Image
ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাসের পর এবার একটি নতুন চ্যাটিং অ্যাপ ToTok (টিকটক নয়)-এর উপরে তাদের ব্যবহারকারীদের উপর নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে। আরব সহ মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে এই অ্যাপটি বেশ জনপ্রিয়। মিলিয়নের উপর ডাউনলোড হওয়া অ্যাপটি কিভাবে আপনার তথ্য চুরি করছে জেনে নিন- সম্প্রতি প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, আরব সরকার এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি করার চেষ্টা করছে। তারা এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন, মুভমেন্ট, রিলেশনশিপ, অ্যাপয়েন্টমেন্ট, মোবাইলে সঞ্চিত ভয়েস মেসেজ, ছবি কন্টাক্ট ডিটেলস হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী এটাও জানানো হয়েছে যে এই অ্যাপের ডেভলপার কোম্পানী ব্রিজ হোল্ডিং সরাসরিভাবে আবু ধাবির ইন্টেলিজেন্স ফার্ম ডার্ক ম্যাটারের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই এফবিআই এই ফার্মটির ওপরে তদন্ত শুরু করে দিয়েছে। #technoamit Fashion hub https://myshopprime.com/amit.ghosh32/shop https://www.myownshop.in/fashionhu...

এবার একদম ফ্রিতে মাইগ্রেশান প্ল্যানের ঘোষণা Jio-র

Image
Reliance Jio তাদের ফাইবার গ্রাহকদের জন্য মাইগ্রেশান প্ল্যান (Jio Migration Plan) আনলো।  জিও ফাইবার গ্রাহকদের এই প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ৫০ জিবি ডেটা দেওয়া হবে। যদিও এখানে কলিং এর সুবিধা পাওয়া যাবে না। তবে মনে রাখবেন এই প্ল্যান কেবল তাদের জন্য আনা হয়েছে, যারা এখনো পর্যন্ত জিও ফাইবার পেড প্ল্যানে অন্তর্ভুক্ত না হয়ে প্রিভিউ অফার ব্যবহার করছে। আপনাকে জানিয়ে রাখি জিও ফাইবার অফিসিয়াল লঞ্চের আগে একবছরের বেশি সময় ধরে গ্রাহকরা টেস্টিং এর জন্য প্রিভিউ অফার ব্যবহার করতো। রিলায়েন্স জিও তাদের মাইগ্রেশান প্ল্যানে মোট ৫০ জিবি ডেটা অফার করছে। এর ভ্যালিডিটি ৭ দিন। এই প্ল্যানে গ্রাহকরা ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবে। যদিও কভিসিভকোনো ভয়েস কলের সুবিধা থাকবে না। এই প্ল্যান শেষ হয়ে যাওয়ার মধ্যে গ্রাহকদের যেকোনো একটি পেড প্ল্যান রিচার্জ করতে হবে। জিওর পেড প্ল্যানগুলো ৬৯৯ টাকা থেকে শুরু করে ৮,৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে। এদিকে জিও গ্রাহকদের জন্য হ্যাপি নিউ ইয়ার অফার এনেছে। এই অফারে গ্রাহকরা ২০২০ টাকায় একবছর পর্যন্ত আনলিমিটেড পরিষেবা ভোগ করবে। ২০২০ টাকা পেমেন্ট করলে গ্...

আপনাকে বোকা বানাচ্ছে Amazon সেলাররা

Image
অনলাইন থেকে প্রোডাক্ট কেনার সময় আমরা রিভিউ পড়েই প্রোডাক্টি কেনার চেষ্টা করি। কারণ আমরা বিশ্বাস করি রিভিউ পড়ে কোনো প্রোডাক্ট কেনাতে ঠকার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু বার বার অভিযোগ উঠেছে এই রিভিউগুলো প্রোডাক্ট সেলারের পরিচিত কোন ব্যক্তি দ্বারা মিথ্যাভাবে দেওয়া হয়। সম্প্রতি এমনই একটি অভিযোগ সামনে আসলো। ডেইলি মেইল এর রিপোর্ট অনুযায়ী, Amazon সেলাররা ১৫ ইউরো ( প্রায় ১,২০০ টাকা ) দিয়ে ভুয়ো রিভিউ কিনছে। এই ভুয়ো রিভিউগুলো একটা সংগঠনের দ্বারা দেওয়া হয়, যাদের কে টেস্টার বলা হয়। এই টেস্টাররা কোনো প্রোডাক্ট কেনার পর ইচ্ছাকৃত ৫-৬ টা রিভিউ লিখে দেয়। এমনকি সেলার রা পরে তাদের কে প্রোডাক্টের দাম ও ফেরত দিয়ে দেয়। এদিকে এই টেস্টাররা এত বেশি প্রোডাক্ট কেনে এবং রিভিউ দেয় যে অ্যামাজন থেকে এরা ‘ ভেরিফাইড পার্চেজার’ এর ব্যাচ ও পেয়ে যায়। এমনই একটি টেস্টার সংগঠনের নাম AZMtigers । জার্মানির এই সংগঠনে এই মুহূর্তে ৩,০০০ জন এমন ভুয়ো টেস্টার আছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। কিভাবে বুঝবেন কোন রিভিউ ভুয়ো : ১ . কোনো প্রোডাক্টের রিভিউ পড়ে প্রথমে নিজ বুদ্ধি দিয়ে বিচার করুন রিভিউটি সাধার...

কবে লঞ্চ হবে Realme X50?

Image
:- 30 মিনিটে 70 শতাংশ চার্জ হবে Realme X50 5G :- ফোনে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা :- 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে অনেক দিন ধরেই Realme X50 5G ফোনের টিজার প্রকাশ করছে Realme। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টের 5G ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ওয়াই-ফাই সাপোর্ট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। 7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50। 5G কানেক্টিভিটি সহ চিনে এই ফোন লঞ্চ করবে Realme। Fashion hub https://myshopprime.com/amit.ghosh32/shop Social links:- Facebook link :    https://m.facebook.com/profile.php Instagram link : https://www.instagram.com/amitghoshvirus / Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421

আসছে Realme C3 আর Realme 5i

Image
:-শীঘ্রই লঞ্চ হবে Realme 5i আর Realme C3 থাকবে 4G কানেক্টিভিটি :-2020 সালে লঞ্চ হবে এই দুই ফোন বছরের শেষে আরও দুটি Realme ফোন লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme C3 আর Realme 5i। সম্প্রতি সিঙ্গাপুরের এক ওয়েবসাইটে এই দুই ফোনের খবর সামনে এসেছে। সম্প্রতি ট্যুইটারে সুধাংশু আমভোরে IMDA ওয়েবসাইটের স্ক্রিনশট প্রকাশ করে Realme C3 ফোনের অস্তিত্ব প্রকাশ করেছেন। ‘RMX1941' মডেল নম্বরের এই ফোনে থাকছে LTE সাপোর্ট। আগামী বছরের শুরুর দিকে এই ফোন লঞ্চ করবে Realme। এই মুহূর্তে Realme-র বাজেট ফোন Realme C2 ফোনের আপডেট হিসাবে লঞ্চ হবে Realme C3। যদিউও এই বাজেট ফোনের কোন স্পেসিফিকেশন সামনে আসেনি। অন্যদিকে ‘RMX2030' মডেল লম্বরে সামনে এসেছে Realme 5i। সম্প্রতি ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটেও একই মডেল নম্বরে এই ফোনের খবর সামনে এসেছিল। এই ফোনেও থাকছে LTE সাপোর্ট। যদিও এর থেকে বেশি তথ্য জানা যায়নি। ইতিমধ্যেই Realme 5 সিরিজে তিনটি ফোন রয়েছে ভারতে। এই ফোনগুলি হল Realme 5 Pro, Realme 5s আর Realme 5। এবার এই সিরিজের লঞ্চ হবে এই সিরিজের চতুর্থ ফোন...

নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi

Image
:-নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi :-ওয়্যারলেস কিবোর্ড, মাউসের দাম 99 ইউয়ান :-6 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে টাইপ করা যাবে নতুন কিবোর্ডে নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi। সোমবার চিনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে কোম্পানি। প্রধানত অফিসের কাজের জন্য এই কিবোর্ড, মাউস ব্যবহার করা যাবে। কম দামের এই কিবোর্ড, মাউসে থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার। নতুন এই প্লাগ-অ্যান্ড-প্লে ওয়্যারলেস কিবোর্ড, মাউসের দাম 99 ইউয়ান (প্রায় 1,000 টাকা)। Fashion hub https://myshopprime.com/amit.ghosh32/shop Social links:- Facebook link :    https://m.facebook.com/profile.php Instagram link : https://www.instagram.com/amitghoshvirus / Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421

জিও আনলো হ্যাপি নিউ ইয়ার অফার

Image
রিচার্জের উপর ১০% ক্যাশব্যাক নতুন বছরের শুরুতেই তাদের গ্রাহকদের জন্য Happy New Year Offer নিয়ে এসেছে। এই অফারে জিও প্রিপেড গ্রাহক, জিও ফোন ব্যবহারকারী এবং ব্রডব্যান্ড গ্রাহকরাও বিশেষ সুবিধা পাবে। জিও হ্যাপি নিউ ইয়ার অফারে ব্রডব্যান্ড গ্রাহকরা রিচার্জের উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যদিও এই অফার কেবলমাত্র সেইসব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা কোন প্ল্যান একসঙ্গে ৬ মাস থেকে ২৪ মাস পর্যন্ত রিচার্জ করবে। আসুন এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যদি আপনি JioFiber ব্রডব্যান্ড ব্যবহারকারী হন, তাহলে কোম্পানির হ্যাপি নিউ ইয়ার অফারে বিশেষ সুবিধা পাবেন। তবে তার জন্য আপনার কাছে একটি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা অত্যন্ত জরুরী। কারণ এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই কেবল মাত্র ১০% ক্যাশব্যাক দেওয়া হবে। যদিও Jio Fiber Bronze প্ল্যানে এই অফার উপলব্ধ নয়। অন্য সমস্ত লং টার্ম জিও ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে এই অফার কার্যকরী হবে। জিও-র এই ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফারে গ্রাহকরা ২০২০ টাকায় একবছর পর্যন্ত আনলিমিটেড পরিষেবা ভোগ করবে। ২০২০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা এ...

5G সাপোর্টের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন

Image
5G সাপোর্টের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন Honor V30 এর নতুন ভ্যারিয়েন্ট স্মার্টফোন ব্র্যান্ড অনার তাদের Honor V30 ফ্ল্যাগশিপ ফোনের নতুন ‘ডাউন অরেঞ্জ’ কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। নতুন কালারের সাথে এখন ফোনটি মোট চারটি রঙে পাওয়া যাবে। এরআগে Honor V30 এর তিনটি কালার হলো – গ্রেডিয়েন্ট হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু। দামের কথা বললে ভিউ৩০ এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ৩,২৯৯ ইউয়ান ( প্রায় ৩৩,৬০০ টাকা ), আবার ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ৩,৬৯৯ ইউয়ান ( প্রায় ৩৭,৭০০ টাকা ) । 5G/4G ডুয়েল মোড সাপোর্ট করা এই ফোনে দুটি করে সিম স্লট পাওয়া যাবে। গ্রাহকরা নেটওয়ার্কের ক্ষমতা অনুযায়ী ইচ্ছাখুশি ৪জি অথবা ৫জি তে সুইচ করতে পারবে। তবে View 30 তে যে অন্য নেটওয়ার্ক সাপোর্ট করবেনা এমন নয়। এই ফোনে থ্রি জি, ২জি কানেক্টিভিটি উপলব্ধ। আশা করা যায় খুব শীঘ্রই ভারতেও এই সিরিজ চলে আসবে।    ৫জি কানেক্টিভিটি এবং নতুন প্রসেসর ছাড়াও কোম্পানি অনার ভিউ৩০ সিরিজের ক্যামেরার উপর ব্যাপক জোর দিয়েছে। View30 তে পাওয়া যাবে সুপারসেনসিং ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪...

নতুন বছরে Whatsapp এ জুড়ছে পাঁচটি দুর্দান্ত ফিচার

Image
Whatsapp এ জুড়ছে পাঁচটি দুর্দান্ত ফিচার, আগে ভাগে জেনে নিন নতুন বছরেও ফেসবুক মালিকানাধীন এই অ্যাপে যুক্ত হবে একাধিক আকর্ষণীয় ফিচার। ২০১৯ এর কথা যদি বলি তাহলে আমরা এবছরে হোয়াটসঅ্যাপে পেয়েছি, ফিঙ্গারপ্রিন্ট লক, গ্রুপ সেটিং, স্ট্যাটাস প্রাইভেসি-র মতো প্রয়োজনীয় ফিচার। আসুন তাহলে দেখে নিয়ে নতুন বছরে আমাদের এই জনপ্রিয় অ্যাপে আর কি কি ফিচার যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ডার্ক মোডের অপেক্ষায় আছেন। ফিচারটি গত বেশ কয়েক মাস ধরে ডেভলপমেন্ট মোডে রয়েছে এবং এটি বিটা সংস্করণেও দেখা গেছে। বিটা ভার্সনে ডার্ক মোড তিনটি বিকল্পের সাথে দেখা গেছে। এই মোডটি সক্রিয় করার পরে, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে এবং টেক্সট সাদা রঙে দেখা যাবে। হোয়াটসঅ্যাপ কিছুমাস আগেই তাদের ব্যবহারকারীদের চ্যাট সুরক্ষিত রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট লকের সুবিধা দিয়েছিলো। আশা করা যায় যে পরের বছর, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ফেস আনলক ফিচারটি ও নিয়ে আসবে। কয়েকটি রিপোর্টে এই ফিচারের ইঙ্গিতও পাওয়া গেছে। তবে ফিচারটি কবে চালু হবে সে সম্পর্কে কোনও তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। কোম্পানি তাদের অ্যাপে একটি বি...

Jio আনলো ২০২০ হ্যাপি নিউ ইয়ার offer

Image
Jio আনলো ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার, উপকৃত হবেন গ্রাহকরা কোম্পানিদের মতো ডিসেম্বরের শুরুতে তাদের প্ল্যানের দাম বাড়ালেও, কোম্পনি গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে আসলো। এই অফার কোম্পানি নতুন বছরকে উপলক্ষ্য করে নিয়ে এসেছে। জিও-র এই অফারের নাম ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’। জিও-র এই ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফারে গ্রাহকরা ২০২০ টাকায় একবছর পর্যন্ত আনলিমিটেড পরিষেবা ভোগ করবে। ২০২০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা একবছর আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১.৫ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস পাবে। এই অফারের ভ্যালিডিটি ৩৬৫ দিন। আপনি যদি জিও ফোন কিনতে চান তাহলে কোম্পানি ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফারেও আপনার জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এই অফারে ২০২০ টাকায় আপনি নতুন একটি জিও ফোন তো পাবেন ই সাথে ১২ মাস পর্যন্ত আনলিমিটেড পরিষেবাও পাবেন। এখানে আনলিমিটেড কলের সাথে রোজ ০.৫ জিবি ডেটা ও এসএমএস দেওয়া হবে। আপনাকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার অফার সীমিত সময়ের জন্য আনা হয়েছে এবং ২৪ ডিসেম্বর থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। মনে রাখবেন জিও আনলিমিটেড কলিং পরিষেবা কেবল জিও নেটওয়ার্কের জন্য দিয়ে থাকে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য...

বিনামূল্যে পাওয়া যাবে কলিং পরিষেবা কলকাতায়

Image
কলকাতায় চালু হলো এয়ারটেল VoWiFi সার্ভিস গ্রাহকদের জন্য সুখবর দিলো এয়ারটেল। কোম্পানি তাদের VoWiFi পরিষেবাকে কলকাতা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর জন্য লঞ্চ করে দিলো। এরআগে এই পরিষেবাটি কেবল দিল্লী এনসিআর এ উপলব্ধ ছিল।  VoLTE এর মতো VoWi-Fi  গ্রাহকদের উন্নত কলের অভিজ্ঞতা দেবে। কোম্পানি তাদের এই নতুন পরিষেবাকে ‘Airtel Wi-Fi Calling’ নামে প্রচার করছে। আপাতত এয়ারটেলের এই পরিষেবাটি চারটি স্মার্টফোন সংস্থার ২৪টি স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে । এই চারটি কোম্পানি হলো অ্যাপল, স্যামসাং, শাওমি এবং ওয়ানপ্লাস। আপনাদেরকে জানিয়ে রাখি, রিলায়েন্স জিও ও আইফোন ১১ প্রো ব্যবহারকারীদের জন্য ভোই-ফাই পরিষেবাও নিয়ে এসেছে। এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৬, ৭ সিরিজ, অ্যাপল আইফোন ৬এস সিরিজের উপরের সমস্ত ফোনে, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন S10, S10+, S10e ও বাজেট ফোন M20 এবং শাওমির রেডমি কে২০ সিরিজ ও পোকো এফ১ ফোনে পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উ...

পুরানো প্ল্যান ফিরিয়ে আনলো রিলায়েন্স জিও

Image
ট্রাই এর নিয়ম মেনে পুরানো প্ল্যান ফিরিয়ে আনলো রিলায়েন্স জিও নতুন প্ল্যানে রিলায়েন্স জিও প্রায় ৪০ শতাংশ দাম বাড়িয়েছে। অন্যদিকে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে ৪২ শতাংশ । তবে দাম বাড়ালেও ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল তাদের প্ল্যানগুলোতে আনলিমিটেড কলিং অফার করছে। কিন্তু রিলায়েন্স জিও গ্রাহকরা সেই সুবিধা দেওয়া হচ্ছেনা। ট্রাই এর দ্বিতীয় গাইডলাইন অনুসারে, সমস্ত টেলিকম কোম্পানিকে কোনো প্ল্যান লঞ্চের ৬ মাস পর্যন্ত সক্রিয় রাখতে হবে। অর্থাৎ ঘনঘন প্ল্যান বদল করা যাবেনা। মনে করা হচ্ছে রিলায়েন্স জিও ট্রাই এর এই গাইডলাইন পুরোপুরো অনুসরণ করে চলছে। কোম্পানি যেসমস্ত গ্রাহকের ট্যারিফ প্ল্যান এক্সপেয়ার হয়ে গেছে অথবা যে নম্বরে সক্রিয় কোনো প্ল্যান রিচার্জ করা হয়নি। তাদের জন্য ট্যারিফ প্রটেকশন নির্বাচন করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ জিও গ্রাহকরা এখনো পুরানো সস্তার প্ল্যান রিচার্জ করতে পারেন। আপনি যদি আপনার নম্বরে পুরানো প্ল্যান রিচার্জ করতে চান তাহলে এখনো সে বিকল্প পাবেন। তবে মনে রাখবেন সেই প্ল্যানটি যেন জিওর ৬ মাসের মধ্যে লঞ্চ করা প্ল্যান হয়। অন্যথায় আপনি এই প্ল্যানটি দেখতে পাবেন ন...

৩০০ টাকার কমে কে দিচ্ছে বেশি সুবিধা

Image
রিলায়েন্স জিও, ভোডাফোন নাকি এয়ারটেল, ৩০০ টাকার কমে কে দিচ্ছে  ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল তাদের প্ল্যানগুলোতে আনলিমিটেড কলিং অফার করলেও রিলায়েন্স জিও গ্রাহকরা সেই সুবিধা পাবে না। তারা কেবল জিও থেকে জিও আনলিমিটেড কল করতে পারবে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য কোম্পানি আইইউসি লাগু করেছে। আজ আমরা এই তিন কোম্পানির ৩০০ টাকার কমের আনলিমিটেড কলিং ও ও রোজ ২ জিবি ডেটা প্ল্যানগুলো নিয়ে আলোচনা করবো এবং জেনে নেবো কে বেশি সুবিধা দিচ্ছে। ভয়েস কলিং এবং রোজ ২ জিবি ডেটা প্ল্যানে রিলায়েন্স জিও অন্যদের তুলনায় অনেক সস্তায় প্ল্যান নিয়ে এসেছে। যদিও এখানে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবেনা। রিলায়েন্স জিও-র এই প্ল্যানের মূল্য ২৪৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে রোজ ২ জিবি ডেটা দেওয়া হবে। এরসাথে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কলের জন্য ১,০০০ মিনিট পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস দেওয়া হবে। ভোডাফোন-আইডিয়ার ৩০০ টাকার কমে ১টি প্ল্যান এনেছে। এই প্ল্যানের মূল্য ২৯৯ টাকা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা প...

৩১ ডিসেম্বর থেকে বন্ধ হবে এই ATM কার্ডগুলো

Image
SBI গ্রাহকরা সাবধান, ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হবে এই ATM কার্ডগুলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় ব্যাংকের তরফে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ থেকে সমস্ত ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট কার্ড বন্ধ হয়ে যাবে। এই কারণে সমস্ত ডেবিটকার্ড গ্রাহকদের তাদের ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত কার্ডকে EMV চিপ কার্ডে পরিবর্তন করতে হবে। এরজন্য গ্রাহকদের থেকে কোনো চার্জ ও নেওয়া হবে না। ব্যাংকের তরফে এও জানানো হয়েছে যে, যদি কোনো ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত কার্ডের ভ্যালিডিটি শেষ না হয়, তাহলেও তার কার্ড বন্ধ হয়ে যাবে। যদিও ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডে যদি EMV চিপ লাগানো থাকে তাহলে সেটি সচল থাকবে। দেশে যেভাবে প্রতিদিন ডেবিট কার্ড ফ্রড এর ঘটনা সামনে আসছে তাতে ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত কার্ডের প্রতি ভরসা হারাচ্ছে ব্যাংকগুলি। তারা আরও সুরক্ষিত পন্থা অবলম্বন করার জন্যই EVM চিপ কার্ডের উপর জোর দিচ্ছে। কারণ এই কার্ডে মাইক্রোপ্রসেসর চিপ দেওয়া থাকে, যা গ্রাহকদের ডেটাকে সুরক্ষিত রাখে। এখন বিশ্বের বেশিরভাগ দেশ EMV চিপ যুক্ত কার্ড বেশি ব্যবহার করে...

Honor 20, Honor 9N, Honor 20i, সীমিত সময়ের অফার

Image
জলের দামে পাওয়া যাচ্ছে , Honor 9N , Honor 20i ই-কমার্স সাইট ও স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো তাদের সাইটে সেলের আয়োজন করেছে। Honor তাদের গ্রাহকদের জন্য Christmas Sale নিয়ে এসেছে। ২৩ শে ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে স্মার্টফোনের উপর ৫৫ শতাংশ ছাড় দেওয়া হবে। অনার খ্রীষ্টমাস সেলে Honor 20, Honor 9N, Honor 20i ফোনগুলো ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। মনে রাখবেন এই সেলের অফার Amazon ও Flipkart এ মিলিয়ে পাওয়া যাবে। Honor 20 ফোনের উপর ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের পর এই ফোনের নতুন দাম হবে ২২,৯৯৯ টাকা। আবার Honor 20i ফোনটি ১০,৯৯৯ টাকায় কেনার যাবে। এই ফোনটির আসল দাম ১৪,৯৯৯ টাকা। Amazon এবং Flipkart থেকে কিনলে আপনি নো কস্ট ইএমআই ও এক্সচেঞ্জ অফারের ও সুবিধা পাবেন। সামনেই বড়দিন ও নতুন বছর। এই সুযোগে ই-কমার্স সাইট ও স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো তাদের সাইটে সেলের আয়োজন করেছে। Honor তাদের গ্রাহকদের জন্য Christmas Sale নিয়ে এসেছে। ২৩ শে ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে স্মার্টফোনের উপর ৫৫ শতাংশ ছাড় দেওয়া হবে। অনার খ্রীষ্টমাস সেল...

ফেসবুক নিয়ে আসছে নতুন অপারেটিং সিস্টেম

Image
অ্যান্ড্রয়েড কে টক্কর দিতে ফেসবুক নিয়ে আসছে.... সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের ডেটা ফাঁসের আরও একটি ঘটনা সামনে এসেছে। যেখানে ২৬.৭ কোটির ও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ওয়েবে একটি অনিরাপদ ডেটাবেসে প্রকাশিত হয়েছে। সাইবার সিকিউরিটি ফার্ম Comparitech এবং গবেষক বব ডিচেনকোর মতে, ২৬৭,১৪০,৪৩৬ ফেসবুক ব্যবহারকারীর আইডি, ফোন নম্বর এবং পুরো নাম পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে, এই ডেটাবেসে যে যে ব্যবহারকারীর নাম রয়েছে, তারা স্প্যাম মেসেজের শিকার হতে পারে। The Verge এর রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের এক আধিকারিক বলেছেন, “এটি সম্ভব যে ফেসবুকের ভবিষ্যতের হার্ডওয়্যার গুগলের সফ্টওয়্যারের উপর নির্ভর করবে না, এটি ফেসবুকের উপর গুগলের নিয়ন্ত্রণ হ্রাস করবে বা দূর করবে।” Fashion hub https://myshopprime.com/amit.ghosh32/shop Social links:- Facebook link :    https://m.facebook.com/profile.php Instagram link : https://www.instagram.com/amitghoshvirus/ Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421

কেবল ২৩ টাকা থেকে শুরু এয়ারটেলের স্মার্ট রিচার্জ

Image
কেবল ২৩ টাকা থেকে শুরু, আনলিমিটেড প্ল্যানের থেকে ভালো ? কোনো এয়ারটেল গ্রাহক যদি তার নম্বর চালু রাখতে চায় তাহলে সবচেয়ে কম ২৩ টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যদিও এখানে কোনো ডেটা বা ভয়েস কলিং এর সুবিধা দেওয়া হবেনা। তবে আপনি ইনকামিং কলের সুবিধা ভোগ করবেন। এয়ারটেলের দ্বিতীয় স্মার্ট রিচার্জ প্ল্যানটি হলো ৪৯ টাকা। এখানে গ্রাহকরা ৩৮.৫৩ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা পাবে। এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা চার্জ করা হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। স্মার্ট রিচার্জ প্ল্যানের পরবর্তী প্ল্যান হলো ৭৯ টাকার। এই প্ল্যানের ভ্যালিডিটি ও ২৮ দিন। এখানে ৬৩.৯৫ টাকা টকটাইম ও ২০০ এমবি ডেটা দেওয়া হবে। কল চার্জ এখানেও ২.৫ পয়সা প্রতি সেকেন্ড হিসাবে নেওয়া হবে। এই বিষয়ে বলার আগে আমাদের রিলায়েন্স জিও ও এয়ারটেলের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানা দরকার। উদাহরণস্বরূপ, আপনি যদি বেশি কথা বলেন এবং অন্য নেটওয়ার্কে অধিকক্ষণ ব্যস্ত থাকেন তাহলে আপনার আনলিমিটেড প্ল্যান বাছা লাভজনক। এখানে আনলিমিটেড কলিং এর পাশাপাশি ডেটা ও পাওয়া যায়। এবার আপনি যদি কথা কম বলেন কিন্তু ডেটা বেশি ব্যব...

কল করার জন্য টাকা লাগবে না

Image
কল করার জন্য টাকা লাগবে না, রিলায়েন্স জিও আনছে VoWi-Fi কলিং সার্ভিস  কয়েকদিন আগেই টেলিকম কোম্পানি এয়ারটেল আনুষ্ঠানিকভাবে দিল্লি এনসিআর সার্কেলে দেশের প্রথম VoWi-Fi বা ভয়েস ওভার ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে । এছাড়াও কোম্পানি অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মুম্বাই এবং কলকাতাতেও শীঘ্রই এই পরিষেবা চালু করবে। এদিকে রিলায়েন্স জিও ও VoWi-Fi কলিং পরিষেবা নিয়ে আসছে বলে খবর। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও কেরল, মহারাষ্ট্র ও কলকাতাতে তাদের নতুন এই পরিষেবা লঞ্চ করতে চলেছে। এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৭ সিরিজ, অ্যাপল আইফোন ১১ সিরিজ, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং শাওমির রেডমি কে২০ সিরিজের ফোনে পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উল্লেখিত ওয়াই-ফাই কলিং সক্ষম হ্যান্ডসেট থাকতে হবে। ET এর একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি বিভিন্ন শহরে তার কর্মচারী এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে ভোওয়াই-ফাইয়ের বিটা পরীক্ষা শেষ করেছে। এই ...