নিমেষে কিভাবে spam ইমেইল ব্লক করবেন

#technoamit
বর্তমানে ইমেজ শুধুমাত্র প্রফেশনাল কাজকর্ম ছাড়াও অন্যান্য অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন - অ্যাপ এর নোটিফিকেশন, ব্যাংকের ট্রানজাকশন এর নোটিফিকেশন ইত্যাদি। বর্তমানে ইমেইলের মাধ্যমে আমাদের জালিয়াতির ঘটনা সামনে এসেছে।তাই আপনি যদি এই রকমের গুলি কেউ ব্লক করতে চান জিমেইল অ্যাপ থেকে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন-
  • প্রথমে জিমেইলে লগইন করে নির্দিষ্ট প্রেরক কে চিহ্নিত করুন।
  • তারপরই মেলবক্স খুলে উপরের যে তিনটি ডট আছে তাতে ক্লিক করুন এবং তারপর ব্লক অপশন এ ক্লিক করুন।
  • pop-up এলে আবার ব্লক বটন চেপে ব্লক করুন।

ব্লক ফিল্টার করবেন কিভাবে :-

  • এর জন্য প্রথমে জিমেইলে লগইন করে সার্চ বারে ড্রপডাউন বাটন এ ক্লিক করুন।
  • এবার 'To' ইমেইল প্রেরকের নাম অথবা ইমেইল আইডি সার্চ করে ক্রিয়েট ফিল্টার অপশন এ ক্লিক করুন। 

  • তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওই প্রেরকের থেকে আধা সমষ্টি ইমেইল সবগুলি একসাথে ডিলিট করে দেয়া যাবে।

Comments

Popular posts from this blog

Mic Letsshop Wired Tie Clip Collar Mic - 3.5mm Microphone

কবে লঞ্চ হবে Realme X50?

ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড