ভারত নেটের মাধ্যমে গ্রামে বিনামূল্যে পৌঁছাবে ওয়াইফাই পরিষেবা

ভারত জুড়ে সমস্ত গ্রামে 'ভারত নেটে'র মাধ্যমে যে ওয়াইফাই পরিষেবা দেয়া হচ্ছে ২০২০ সালের মার্চ অব্দি বিনামূল্যে থাকবে। বর্তমানে ভারতের প্রকল্পের আওতায় যুক্ত ৪৮০০০ গ্রামে ওয়াইফাই সুবিধা রয়েছে। দেশের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল ভিলেজে পরিণত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রায় 1 লক্ষ গ্রাম ডিজিটাল গ্রামে পরিণত হতে চলেছে।

            এরইমধ্যে হরিয়ানা রেওয়ারি জেলার গুড় আওয়ারা গ্রামকে সিএসসি একটি ডিজিটাল গ্রাম হিসেবে গড়ে তুলেছে। সেখানকার সিএসসি ইউনিট ডিজিটাল সেবা পোর্টাল এর মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে।
         এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষ ডিজিটাল মাধ্যমে আর্থিক পরিষেবার কাজকর্ম, স্বাস্থ্য , শিক্ষা সহজে ফেলতে পারবেন। গ্রামের লোকেদের ডিজিটাল করতে চায় বর্তমান কেন্দ্র সরকার।


Comments

Popular posts from this blog

Mic Letsshop Wired Tie Clip Collar Mic - 3.5mm Microphone

কবে লঞ্চ হবে Realme X50?

ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড