হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে হ্যাকার

হোয়াটসঅ্যাপ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিপদ ডেকে আনবে তা হয়তো তিনি কল্পনা করতে পারেনি। এই ঘটনা মহারাষ্ট্রের থানে শহরের। সেখানকার 53 বয়সী সেনা অফিসার কে হোয়াটসঅ্যাপ জালিয়াতির শিকার হয়ে 40 হাজার টাকা খোয়াতে হয়েছে। হইছে নাদিকাই পুলিশকে জানিয়েছে তিনি 6 ডিসেম্বর হোয়াটসঅ্যাপ একটি মিস কল মিসকল পান। এরপর তিনি ঘুরিয়ে কল করার চেষ্টা করলে তিনি আর ফোনে কল পাননি অর্থাৎ কল যাচ্ছিল না। এরপর তিনি মেসেজ পাঠান। ওই নম্বর থেকে মেসেজের উত্তর এ অপরিচিত একটি ব্যক্তি তার বন্ধু কর্ণেল হরপাল সিং বলে পরিচয় দেয়। 

               সেনা অফিসার মেসেজটি কে বিশ্বাস করে ওই অ্যাকাউন্ট নম্বরে প্রথমে 40 হাজার টাকা পাঠান এরপর আবার তার কাছে কুড়ি হাজার  টাকা চাওয়া হয়। দ্বিতীয়বার টাকা পাঠানোর সময় কিছুটা সন্দেহ বসে পুরনো বন্ধুকে ফোন করেন। তিনি জানতে পারেন তার বন্ধু আমেরিকাতে না পাঞ্জাবের ফরিদাবাদে আছেন এবং সেটিং তিনি কোন টাকা চান নি। এরপর তিনি থানায় অভিযোগ করেন।
#technoamit


Popular posts from this blog

ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রতি ঘন্টায় লোকসান ২.৫ কোটি টাকা, কেন্দ্র কে চিঠি পাঠালো COAI

HUAWEI MATE 20 PRO news

STOP WORKING WINDOWS 7!!!