বিনামূল্যে পাওয়া যাবে কলিং পরিষেবা কলকাতায়
কলকাতায় চালু হলো এয়ারটেল VoWiFi সার্ভিস
- গ্রাহকদের জন্য সুখবর দিলো এয়ারটেল। কোম্পানি তাদের VoWiFi পরিষেবাকে কলকাতা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর জন্য লঞ্চ করে দিলো। এরআগে এই পরিষেবাটি কেবল দিল্লী এনসিআর এ উপলব্ধ ছিল। VoLTE এর মতো VoWi-Fi গ্রাহকদের উন্নত কলের অভিজ্ঞতা দেবে। কোম্পানি তাদের এই নতুন পরিষেবাকে ‘Airtel Wi-Fi Calling’ নামে প্রচার করছে।
- আপাতত এয়ারটেলের এই পরিষেবাটি চারটি স্মার্টফোন সংস্থার ২৪টি স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে । এই চারটি কোম্পানি হলো অ্যাপল, স্যামসাং, শাওমি এবং ওয়ানপ্লাস। আপনাদেরকে জানিয়ে রাখি, রিলায়েন্স জিও ও আইফোন ১১ প্রো ব্যবহারকারীদের জন্য ভোই-ফাই পরিষেবাও নিয়ে এসেছে।
- এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৬, ৭ সিরিজ, অ্যাপল আইফোন ৬এস সিরিজের উপরের সমস্ত ফোনে, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন S10, S10+, S10e ও বাজেট ফোন M20 এবং শাওমির রেডমি কে২০ সিরিজ ও পোকো এফ১ ফোনে পাওয়া যাবে।
- এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উল্লেখিত ওয়াই-ফাই কলিং সক্ষম হ্যান্ডসেট থাকতে হবে। ET এর একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি বিভিন্ন শহরে তার কর্মচারী এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে ভোওয়াই-ফাইয়ের বিটা পরীক্ষা শেষ করেছে। এই পরীক্ষায় দেখা গেছে সাধারণ ভাবে যেসমস্ত জায়গায় কলের সময় সমস্যা হয়, VoWiFi এর মাধ্যমে কল করলে সে সমস্যা হচ্ছেনা।ভোওয়াই-ফাইয় ব্যবহার করে WhatsApp, hike এবং WeChat এর মতো অ্যাপের সাহায্যে ভয়েস কল করা যাবে। রিপোর্টে বলা বলছে এয়ারটেল তাদের এই নতুন পরিষেবার জন্য কোনো অতিরিক্ত চার্জ নেবে না। এরজন্য আলাদা কোনো অ্যাপও বানানো হয়নি। সাথে কোনো নতুন নম্বর ও নেওয়ার প্রয়োজন নেই। ব্যবহারকারীরা কেবলমাত্র একটি Wi-Fi সংযোগের মাধ্যমে তাদের বাড়ি থেকে কল করতে সক্ষম হবেন।
Fashion hub
Social links:-
Facebook link : https://m.facebook.com/profile.php
Instagram link : https://www.instagram.com/amitghoshvirus/
Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421
Comments
Post a Comment
Thanks.