কেবল ২৩ টাকা থেকে শুরু এয়ারটেলের স্মার্ট রিচার্জ
কেবল ২৩ টাকা থেকে শুরু,
আনলিমিটেড প্ল্যানের থেকে ভালো ?
কোনো এয়ারটেল গ্রাহক যদি তার নম্বর চালু রাখতে চায় তাহলে সবচেয়ে কম ২৩ টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যদিও এখানে কোনো ডেটা বা ভয়েস কলিং এর সুবিধা দেওয়া হবেনা। তবে আপনি ইনকামিং কলের সুবিধা ভোগ করবেন।
এয়ারটেলের দ্বিতীয় স্মার্ট রিচার্জ প্ল্যানটি হলো ৪৯ টাকা। এখানে গ্রাহকরা ৩৮.৫৩ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা পাবে। এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা চার্জ করা হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
স্মার্ট রিচার্জ প্ল্যানের পরবর্তী প্ল্যান হলো ৭৯ টাকার। এই প্ল্যানের ভ্যালিডিটি ও ২৮ দিন। এখানে ৬৩.৯৫ টাকা টকটাইম ও ২০০ এমবি ডেটা দেওয়া হবে। কল চার্জ এখানেও ২.৫ পয়সা প্রতি সেকেন্ড হিসাবে নেওয়া হবে।
এই বিষয়ে বলার আগে আমাদের রিলায়েন্স জিও ও এয়ারটেলের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানা দরকার। উদাহরণস্বরূপ, আপনি যদি বেশি কথা বলেন এবং অন্য নেটওয়ার্কে অধিকক্ষণ ব্যস্ত থাকেন তাহলে আপনার আনলিমিটেড প্ল্যান বাছা লাভজনক। এখানে আনলিমিটেড কলিং এর পাশাপাশি ডেটা ও পাওয়া যায়।
এবার আপনি যদি কথা কম বলেন কিন্তু ডেটা বেশি ব্যবহার করেন তাহলে রিলায়েন্স জিও তে রিচার্জ করা ভালো হবে। এর কারণ হলো জিও অন্যদের থেকে কম মূল্যে 4G ইন্টারনেট ডেটা অফার করে। তবে এখানে আপনি আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন না। আবার আপনি যদি খুব কম কথা বলেন এবং ডেটা প্রয়োজন হয়না বললেই চলে তাহলে স্মার্ট রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন।
Fashion hub
Social links:-
Facebook link : https://m.facebook.com/profile.php
Instagram link : https://www.instagram.com/amitghoshvirus/
Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421
Comments
Post a Comment
Thanks.