এই জনপ্রিয় অ্যাপের মাধ্যমে আপনার তথ্য হাতাচ্ছে আরব সরকার

ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাসের পর এবার একটি নতুন চ্যাটিং অ্যাপ ToTok (টিকটক নয়)-এর উপরে তাদের ব্যবহারকারীদের উপর নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে। আরব সহ মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে এই অ্যাপটি বেশ জনপ্রিয়। মিলিয়নের উপর ডাউনলোড হওয়া অ্যাপটি কিভাবে আপনার তথ্য চুরি করছে জেনে নিন-
সম্প্রতি প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, আরব সরকার এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি করার চেষ্টা করছে। তারা এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন, মুভমেন্ট, রিলেশনশিপ, অ্যাপয়েন্টমেন্ট, মোবাইলে সঞ্চিত ভয়েস মেসেজ, ছবি কন্টাক্ট ডিটেলস হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী এটাও জানানো হয়েছে যে এই অ্যাপের ডেভলপার কোম্পানী ব্রিজ হোল্ডিং সরাসরিভাবে আবু ধাবির ইন্টেলিজেন্স ফার্ম ডার্ক ম্যাটারের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই এফবিআই এই ফার্মটির ওপরে তদন্ত শুরু করে দিয়েছে।
#technoamit
Fashion hub
Social links:-
Facebook link :    https://m.facebook.com/profile.php

Comments

Popular posts from this blog

Mic Letsshop Wired Tie Clip Collar Mic - 3.5mm Microphone

কবে লঞ্চ হবে Realme X50?

ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড