আগামী মাসে আবার বাড়ছে রিচার্জ এর দাম
আসন্ন মাসে ফের বাড়তে পারে দাম :-
সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) থেকে বলা হয়েছে লোকসান থেকে উদ্ধার করতে টেলিকম অপারেটরদের দাম বাড়াতে হবে। প্রতি গ্রাহক 200 টাকা আয় করা উচিত অপারেটরদের। জানা গেছে CAAI এর অনুরোধের পর ট্রাই ফ্লোর প্রসেসিং নির্ধারণের জন্য কনসালটেশন পেপার তৈরি করা হয়েছে। যার ফলে আসন্ন কয়েক মাসের মধ্যে প্লেনের দাম বাড়তে পারে। বর্তমানে ট্রাই এই বিষয়ে স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তারপরে সিদ্ধান্ত নেয়া হয় এই বিষয়ের উপর।
এর ফলে এয়ারটেল সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। কারণ এয়ারটেল সারা ভারতে জিও ভোডাফোন আইডিয়া থেকে ভালো ফোরজি পরিষেবা দেয়।
Fashion hub
Social links:-
Facebook link : https://m.facebook.com/profile.php
Instagram link : https://www.instagram.com/amitghoshvirus/
Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421

Comments
Post a Comment
Thanks.