ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রতি ঘন্টায় লোকসান ২.৫ কোটি টাকা, কেন্দ্র কে চিঠি পাঠালো COAI

#technoamit
CAA-NRC নিয়ে প্রতিবাদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সাথে সাথে টেলিকম কম্পানীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট বন্ধ রাখার কারণে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে তাদের। COAI রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট বন্ধ রাখার কারণে টেলিকম কোম্পানির লোকসানের পরিমাণ প্রতি ঘণ্টায় আড়াই কোটি টাকা।
                              গত 15 ডিসেম্বর এর পশ্চিমবঙ্গের চারটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। এছাড়া আসাম, মেঘালয় এ ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেট ব্যবহার করে বহু খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।
                                            COAI কেন্দ্রীয় সরকার কে পাঠানো  চিঠিতে লিখেছে টেলিকম কোম্পানী গুলির ক্ষতির পরিমাণ দিনে দিনে বাড়ছে।তবে চিঠির প্রেক্ষিতে সরকার থেকে কোনো সাড়া মেলেনি। আমরা জানি যে ভারতের  টেলিকম কোম্পানি গুলি বিপুল ক্ষতির বোঝা মাথায় আছে যার ফলে তাদের প্লানের দাম বাড়াতে বাধ্য হয়েছে।এই পরিস্থিতিতে কোম্পানি গুলোর অবস্থা আরো খারাপ তার বলার অপেক্ষা রাখে না।
      রিপোর্ট অনুযায়ী ২০১২ সাল থেকে ভারতে 373 ইন্টারনেট বন্ধ হয়েছে।
                                             

Comments

Popular posts from this blog

Mic Letsshop Wired Tie Clip Collar Mic - 3.5mm Microphone

Trai revised the cost of watching cable TV is low, the new rules come into effect from 1 March 2020