ফেসবুক নিয়ে আসছে নতুন অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রয়েড কে টক্কর দিতে ফেসবুক নিয়ে আসছে....




সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের ডেটা ফাঁসের আরও একটি ঘটনা সামনে এসেছে। যেখানে ২৬.৭ কোটির ও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ওয়েবে একটি অনিরাপদ ডেটাবেসে প্রকাশিত হয়েছে। সাইবার সিকিউরিটি ফার্ম Comparitech এবং গবেষক বব ডিচেনকোর মতে, ২৬৭,১৪০,৪৩৬ ফেসবুক ব্যবহারকারীর আইডি, ফোন নম্বর এবং পুরো নাম পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে, এই ডেটাবেসে যে যে ব্যবহারকারীর নাম রয়েছে, তারা স্প্যাম মেসেজের শিকার হতে পারে।

The Verge এর রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের এক আধিকারিক বলেছেন, “এটি সম্ভব যে ফেসবুকের ভবিষ্যতের হার্ডওয়্যার গুগলের সফ্টওয়্যারের উপর নির্ভর করবে না, এটি ফেসবুকের উপর গুগলের নিয়ন্ত্রণ হ্রাস করবে বা দূর করবে।”

Comments

Popular posts from this blog

ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রতি ঘন্টায় লোকসান ২.৫ কোটি টাকা, কেন্দ্র কে চিঠি পাঠালো COAI

HUAWEI MATE 20 PRO news

STOP WORKING WINDOWS 7!!!