বিনামূল্যে পাওয়া যাবে কলিং পরিষেবা কলকাতায়

কলকাতায় চালু হলো এয়ারটেল VoWiFi সার্ভিস গ্রাহকদের জন্য সুখবর দিলো এয়ারটেল। কোম্পানি তাদের VoWiFi পরিষেবাকে কলকাতা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর জন্য লঞ্চ করে দিলো। এরআগে এই পরিষেবাটি কেবল দিল্লী এনসিআর এ উপলব্ধ ছিল। VoLTE এর মতো VoWi-Fi গ্রাহকদের উন্নত কলের অভিজ্ঞতা দেবে। কোম্পানি তাদের এই নতুন পরিষেবাকে ‘Airtel Wi-Fi Calling’ নামে প্রচার করছে। আপাতত এয়ারটেলের এই পরিষেবাটি চারটি স্মার্টফোন সংস্থার ২৪টি স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে । এই চারটি কোম্পানি হলো অ্যাপল, স্যামসাং, শাওমি এবং ওয়ানপ্লাস। আপনাদেরকে জানিয়ে রাখি, রিলায়েন্স জিও ও আইফোন ১১ প্রো ব্যবহারকারীদের জন্য ভোই-ফাই পরিষেবাও নিয়ে এসেছে। এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৬, ৭ সিরিজ, অ্যাপল আইফোন ৬এস সিরিজের উপরের সমস্ত ফোনে, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন S10, S10+, S10e ও বাজেট ফোন M20 এবং শাওমির রেডমি কে২০ সিরিজ ও পোকো এফ১ ফোনে পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উ...