Posts

Showing posts with the label vowifi

বিনামূল্যে পাওয়া যাবে কলিং পরিষেবা কলকাতায়

Image
কলকাতায় চালু হলো এয়ারটেল VoWiFi সার্ভিস গ্রাহকদের জন্য সুখবর দিলো এয়ারটেল। কোম্পানি তাদের VoWiFi পরিষেবাকে কলকাতা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর জন্য লঞ্চ করে দিলো। এরআগে এই পরিষেবাটি কেবল দিল্লী এনসিআর এ উপলব্ধ ছিল।  VoLTE এর মতো VoWi-Fi  গ্রাহকদের উন্নত কলের অভিজ্ঞতা দেবে। কোম্পানি তাদের এই নতুন পরিষেবাকে ‘Airtel Wi-Fi Calling’ নামে প্রচার করছে। আপাতত এয়ারটেলের এই পরিষেবাটি চারটি স্মার্টফোন সংস্থার ২৪টি স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে । এই চারটি কোম্পানি হলো অ্যাপল, স্যামসাং, শাওমি এবং ওয়ানপ্লাস। আপনাদেরকে জানিয়ে রাখি, রিলায়েন্স জিও ও আইফোন ১১ প্রো ব্যবহারকারীদের জন্য ভোই-ফাই পরিষেবাও নিয়ে এসেছে। এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৬, ৭ সিরিজ, অ্যাপল আইফোন ৬এস সিরিজের উপরের সমস্ত ফোনে, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন S10, S10+, S10e ও বাজেট ফোন M20 এবং শাওমির রেডমি কে২০ সিরিজ ও পোকো এফ১ ফোনে পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উ...

কল করার জন্য টাকা লাগবে না

Image
কল করার জন্য টাকা লাগবে না, রিলায়েন্স জিও আনছে VoWi-Fi কলিং সার্ভিস  কয়েকদিন আগেই টেলিকম কোম্পানি এয়ারটেল আনুষ্ঠানিকভাবে দিল্লি এনসিআর সার্কেলে দেশের প্রথম VoWi-Fi বা ভয়েস ওভার ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে । এছাড়াও কোম্পানি অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মুম্বাই এবং কলকাতাতেও শীঘ্রই এই পরিষেবা চালু করবে। এদিকে রিলায়েন্স জিও ও VoWi-Fi কলিং পরিষেবা নিয়ে আসছে বলে খবর। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও কেরল, মহারাষ্ট্র ও কলকাতাতে তাদের নতুন এই পরিষেবা লঞ্চ করতে চলেছে। এয়ারটেলের ওয়াই-ফাই কলিং পরিষেবা ওয়ানপ্লাস ৭ সিরিজ, অ্যাপল আইফোন ১১ সিরিজ, স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং শাওমির রেডমি কে২০ সিরিজের ফোনে পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই কলিং করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহারকারীর অবশ্যই উপরে উল্লেখিত ওয়াই-ফাই কলিং সক্ষম হ্যান্ডসেট থাকতে হবে। ET এর একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি বিভিন্ন শহরে তার কর্মচারী এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে ভোওয়াই-ফাইয়ের বিটা পরীক্ষা শেষ করেছে। এই ...