হোয়াটসঅ্যাপে এল ডার্ক মোড ফিচার, কিভাবে ব্যবহার করবেন?

হোয়াটসঅ্যাপে এল ডাক মোড ফিচার 

হোয়াটসঅ্যাপে এল ডার্ক মোড ফিচার, কিভাবে ব্যবহার করবেন?

দীর্ঘদিন সময় পরে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড ব্যবহার নিয়ে আসা হয়েছে। এই ফিচার একটিভ করার পর হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ডার্ক গ্রিন কালার হয়ে যাবে। ব্যবহারকারীরা অ্যাপের থিম সেটিং থেকে ফিচারটি একটিভ করতে পারবে। এটি বিটা ভার্সন এর জন্য ডার্ক মোড লঞ্চ করলেও কেবলমাত্র স্টেবল ভার্সনে আপডেট আসবে তা জানা যায়নি।


ডার্ক মোড ফিচার:-

যদি আপনিহোয়াটসঅ্যাপ এর বিটা ভার্সন ব্যবহার করেন তাহলে আপডেট করে নিন। কারণ নতুন ভার্সনে 2.20.13 তে ডার্ক মোড ফিচার পাওয়া যাবে। জেনে নেওয়া যাক কিভাবে ডার্ক মোড সক্রিয় করবেন।

ডার্ক মোড সক্রিয় করার কৌশল:-

  • প্রথমে আপনার ফোনের জার্সিটা ভার্শন ২.২০.১৩ এর এপিকে ফাইল ডাউনলোড করতে হবে। আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারবেন।যদিও ফাইল ডাউনলোড করার সময় সতর্ক থাকা উচিত কারণ অনেক ভুয়া অ্যাপ স্টোর গুগল এ পাওয়া যায়।
  • ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি ইনস্টল করুন এবং নম্বর দিয়ে সাইন আপ করুন।
     এবার অ্যাপের ডানদিকের ওপরে মেনু আইকন এ ক্লিক করুন

    এবার সেটিংস এ যে চ্যাট অপশনের ওপর ক্লিক করুন।

    এখানে থিম অপশন দেখতে পাবেন, ক্লিক করার পর ডাক মোট এনাবল করার অপশন পাবেন ।
    Fashion world

    •  

















Hi friends, I am Amit Ghosh. My blog provides latest tech news, tips and tricks about gadgets, software etc.

Comments

Popular posts from this blog

Mic Letsshop Wired Tie Clip Collar Mic - 3.5mm Microphone

কবে লঞ্চ হবে Realme X50?

ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড