এবার ভারতে ফিটনেস ব্যান্ড আনতে চলেছে Realme

এবার ভারতে ফিটনেস ব্যান্ড রিয়েলমি । সম্প্রতি ভারতের সিইও মাধব শেট এ কথা জানিয়েছেন। অক্টোবর মাসে প্রথম ফিটনেস প্রডাক্ট লঞ্চের কথা জানান তিনি। ফিটনেস মিনিটের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রিয়েলমি। ২০২০ সালের প্রথম তিন মাসের মধ্যেই ভারতে রিয়েলমি ফিটনেস ব্যান্ড লঞ্চ করা হবে।সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের সমস্ত সিও জানান শুধুমাত্র ফিটনেস ব্যান্ড নয় শীঘ্রই ভারতের বৃহত্তম টেক লাইফ স্টাইল ব্যান্ড হিসেবে জায়গা নেবে রিয়েলমি ।